Collection Ankita Bhattacharya
Pindare Polasher Bon Lyrics | পিন্দারে পলাশের বন | Jhumur Song Lyrics
LyricsForest 681
Pindare Polasher Bon Lyrics | পিন্দারে পলাশের বন | Jhumur Song lyrics (Primary language)
পিন্দারে পলাশের বন
পলাবো পলাবো মন
পিন্দারে পলাশের বন
পলাবো পলাবো মন
ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে
ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে
বতরে পিরিতের ফুল ফুটে
বতরে পিরিতের ফুল ফুটে
হামার বধু রাইতকানা
বাড়ির পথে আনাগোনা
হামার বধু রাতকানা
বাড়ির পথে আনাগোনা
ভিং সায়রে উঠে ধান কুটে
ভিং সায়রে উঠে ধান কুটে
হে কুটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
বতরে পিরিতির ফুল ফুটে
আলতা সিন্দুরে রাঙা
বিহা ছাড়ে করবো সাঙা
আলতা সিন্দুরে রাঙা
বিহা ছাড়ে করবো সাঙা
দেখি বউ টা খাটে কিনা খাটে
দেখি বউ টা খাটে কিনা খাটে
হে খাটে রে
বতরে পিরিতির ফুল ফুটে
বতরে পিরিতির ফুল ফুটে
সুনিলের বটে চূড়া
দেখিসনাবো ভৈরব খুড়া
সুনিলের বটে চূড়া
দেখিসনাবো ভৈরব খুড়া
দিসনা বো ধুলা পরের ভাতে
দিসনা বো ধুলা পরের ভাতে
হে ভাতে রে
বতরে পিরিতির ফুল ফুটে
বতরে পিরিতির ফুল ফুটে
পিন্দারে পলাশের বন
পলাবো পলাবো মন
পিন্দারে পলাশের বন
পলাবো পলাবো মন
ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে
ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে
হে কাটে রে
বতরে পিরিতের ফুল ফুটে
বতরে পিরিতের ফুল ফুটে
বতরে পিরিতের ফুল ফুটে
হে ফুটে রে
বতরে পিরিতের ফুল ফুটে
Pindare Polasher Bon Lyrics | পিন্দারে পলাশের বন | Jhumur Song lyrics in English